রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৭ মে) রাত পৌনে ৮টার দিকে ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার বিকেলে পদ্মার নদীর চরে স্থানীয় জেলেরা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তার কাছে কোন ঠিকানা বা কাগজ পত্র পাওয়া যায়নি বলে পরিচয় এবং বয়স শনাক্ত করা যাচ্ছে না। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, আমরা খবর পাওয়া মাত্রই মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।