শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজ জানান দিলেন, তিনি হারিয়ে যাননি

আপডেট : ২২ মে ২০২৫, ১০:৪০ এএম

একটা সময় বাংলাদেশ জাতীয় দলে মোস্তাফিজুর রহমান ছিলেন অটোচয়েস। কিন্তু সময়ের পালাবাদলে তার এখন দলেই জায়গা হয় না। জাতীয় দল এবং এর আশেপাশে এখন পেসারদের ছড়াছড়ি। তাদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেন না মোস্তাফিজ। ঘরোয়া লিগেও তাকে নিয়ে তেমন আগ্রহ নেই। সর্বশেষ ঢাকা লিগের শুরুতে দলই পাননি। সেই মোস্তাফিজ এবার আইপিএলে নিজেকে জানান দিলেন।

গতকাল বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫৯ রানের বিশাল ব্যবধানে হেরে আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস। অথচ মোস্তাফিজ দারুণ বোলিং করেছেন। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮০ রান তুলেছিল মুম্বাই। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে আউট করেন মোস্তাফিজ, যা তার আইপিএল ক্যারিয়ারের ৬২তম উইকেট। ওই ওভারে দেন মাত্র ৩ রান।

নিজের দ্বিতীয় ওভারে মোস্তাফিজ ছিলেন খরুচে, দিয়েছেন ১২ রান। এরপর ১৪তম ওভারে ফিরে ৯ রান দেওয়ার পর ১৮তম ওভারে দেন ৬ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজ বোলিং কোটা পূর্ণ হওয়ার পর মুম্বাইয়ের স্কোর ছিল ১৩২/৫। সেই দল শেষ ২ ওভারে তোলে ৪৮ রান। নমন ধর ৮ বলে ২৪ রানে ও সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে মাত্র ১২১ রানে অল-আউট হয়ে যায় দিল্লি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত