বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২৫, ১১:৫২ এএম
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের বিদ্যুৎপৃষ্ট হয়ে সাহেব আলী (৩৫) নামে এক ইজিবাইক চালক মারা গেছেন। বুধবার (২১ মে) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহেব আলী একই উপজেলার হাবিবপুর গ্রামের আকামত আলীর ছেলে।
 
স্থানীয়রা জানায়, দিনের বেলায় ব্যাটারি চালিত ইজিবাইক চালিয়ে রাতে নিজ বাসায় ইজিবাইটি চার্জে বসাতে যায়। সেসময় বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হন সাহেব আলী। পরে পরিবারের লোকজন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শৈলকুপা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাকিল আহমেদ জানান, খবর পাওয়া পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত