মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জার্মান দলে নতুন দুই মুখ ওল্টেমাডে ও বিশোফ

আপডেট : ২২ মে ২০২৫, ১১:৩১ পিএম

চোটে জর্জরিত জার্মান শিবিরে পরিবর্তনের ছোঁয়া। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ দুই ফুটবলার—নিক ওল্টেমাডে ও টম বিশোফ।

আগামী ৪ জুন মিউনিখে পর্তুগালের মুখোমুখি হবে জুলিয়ান নাগেলসমানের দল। তার আগে চোটের তালিকায় থাকা কাই হাভার্টজ, আন্তোনিও রুডিগার, জামাল মুসিয়ালা, টিম ক্লাইনডিয়েনস্ট ও নিকো শ্লটারবেককে পাচ্ছেন না জার্মান কোচ। ফলে দলে জায়গা করে নিয়েছেন স্টুটগার্ট ফরোয়ার্ড ওল্টেমাডে এবং হফেনহাইম মিডফিল্ডার বিশোফ।

বুন্দেসলিগার চলতি মৌসুমে স্টুটগার্টের হয়ে ১২ গোল করে দারুণ ছন্দে ছিলেন ২২ বছর বয়সী ওল্টেমাডে। ২৪.৫ শতাংশ শট রূপান্তরের হার তাকে স্কোয়াডের অন্যতম কার্যকর ফরোয়ার্ডে পরিণত করেছে। তার প্রশংসায় নাগেলসমান বলেন, “নিক আক্রমণে ভালো বিকল্প হতে পারে, বিশেষ করে ক্লাইনডিয়েনস্টের অনুপস্থিতিতে। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তবে পর্তুগালকে হারানো সম্ভব। আমাদের লক্ষ্য ফাইনাল—সেটা মিউনিখেই খেলতে চাই।”

অন্যদিকে, হফেনহাইমের হয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ ৫০টি সুযোগ তৈরি করেছেন ১৮ বছর বয়সী বিশোফ, যা স্কোয়াডে থাকা আন্দ্রেয় ক্রামারিচের সমান। আগামী মৌসুমে ফ্রি ট্রান্সফারে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। সেপ্টেম্বরের হাঁটুর চোট কাটিয়ে ফিরেছেন বার্সেলোনা গোলরক্ষক। একই সঙ্গে ফিরেছেন সার্জ গ্যানাব্রি ও নিকলাস ফিলক্রুগ। গ্যানাব্রির শেষ ম্যাচ ছিল গত নভেম্বরে, আর ফিলক্রুগকে শেষ দেখা গিয়েছিল সেপ্টেম্বরের ম্যাচে।

স্কোয়াডে আরও আছেন ফ্লোরিয়ান ভার্ত্স, ওয়াল্ডেমার অ্যান্টন, ফেলিক্স এনমেচার, লেরয় সানে, লেয়ন গোরেৎসকা, জশুয়া কিমিখ, জনাথন তাহ ও কারিম আডেয়েমির মতো অভিজ্ঞরাও।

অন্য সেমিফাইনালে ৫ জুন মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। বিজয়ী দুই দল ৮ জুন মিউনিখে খেলবে ফাইনাল।

ঘোষিত জার্মানি স্কোয়াড

টের স্টেগান (বার্সেলোনা), অলিভার বাউম্যান (হফেনহাইম), আলেকজান্ডার নুবেল (স্টুটগার্ট); রবার্ট আন্দ্রিশ (বায়ার লেভারকুজেন), ওয়াল্ডেমার অ্যান্টন, পাসকাল গ্রস, ফেলিক্স এনমেচা, নাদিম আমিরি, লেয়ন গোরেৎসকা (সবাই বরুশিয়া ডর্টমুন্ড), টম বিশোফ (হফেনহাইম), জশুয়া কিমিখ, সার্জ নাব্রি, লেরয় সানে, আলেক্সান্ডার পাভলোভিচ (সবাই বায়ার্ন মিউনিখ); ফ্লোরিয়ান উইটজ (বায়ার লেভারকুজেন), রবিন গোজেন্স (ফিওরেন্তিনা), কারিম আডেয়েমি (ডর্টমুন্ড), রোবিন কখ (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), ইয়ান বিসেক (ইন্তার মিলান), ম্যাক্সিমিলিয়ান মিটেলস্ট্যাড, অ্যাঞ্জেলো স্টিলার, নিক ওল্টেমাডে, ডেনিজ উনডাভ (সবাই স্টুটগার্ট), নিকলাস ফুলক্রুগ (ওয়েস্ট হ্যাম), জনাথন তাহ (ফ্রি এজেন্ট)।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত