সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরেই অ্যান্ডারসনের ঝলক, করলেন ক্যারিয়ারসেরা বোলিং

আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:১৪ পিএম

টেস্ট ক্রিকেটে কিংবদন্তি ক্যারিয়ারের ইতি টানার পর, ইংল্যান্ডের পেস তারকা জেমস অ্যান্ডারসন ১১ বছর পর ফিরেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। আর ফিরেই রচনা করলেন নতুন ইতিহাস। গত রবিবার টি-টোয়েন্টি ব্লাস্টে দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন ৪৩ বছর বয়সী এই পেসার।

টেস্ট ক্রিকেটে ৭০৪ উইকেট নিয়ে ইতিহাসের সর্বোচ্চ পেস বোলার হিসেবে অবসর নেওয়ার পর অ্যান্ডারসন এক বছরের জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে কাউন্টি খেলার চুক্তি করেন। এই চুক্তির অংশ হিসেবেই তিনি টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহামের বিপক্ষে মাঠে নামেন এবং প্রথম ম্যাচেই দেখান চেনা ঝাঁজ।

ম্যাচের শুরুতেই অ্যান্ডারসন তার গতিময় অ্যাকশন দিয়ে ডারহামের দুই ওপেনার গ্রাহাম ক্লার্ক এবং অ্যালেক্স লিসকে ফেরান। এরপর ১১তম ওভারে ফিরেই তুলে নেন ডাচ ব্যাটার কলিন অ্যাকারম্যানকে। সব মিলিয়ে তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য।

তার এই অসাধারণ পারফরম্যান্সে ভর করেই ল্যাঙ্কাশায়ার ৪ উইকেটে ম্যাচটি জিতে নেয়। বয়স ৪৩ হলেও অ্যান্ডারসনের ধার কমেনি একটুও। টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও নিয়মিত দেখা যাবে কি না তা এখনই নিশ্চিত নয়, তবে এক ম্যাচেই তিনি প্রমাণ করেছেন, বয়স কেবল একটি সংখ্যা। দক্ষতা আর নিবেদন থাকলে ক্রিকেটে ফিরে আসাও সম্ভব।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত