বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৫৩ এএম

শেরপুর জেলার পৌরসভার মোবারকপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মারা গেছেন।  বুধবার (৪ জুন) রাত ৯টায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল আমিন (২২) এবং তৃতীয় লিঙ্গের ডিজে (২৭)। এ ঘটনায় আরও দুইজন গুরতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায় , শেরপুর জেলা শহরের মোবারকপুর মহিষের বন নামক স্থানে শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভারসাম্য হারিয়ে শ্রীবরদীগামী মালবোঝাই একটি ট্রাকের সামনে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

 শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. কাদের বলেন, আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার করেছি। বাকি তিনজনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। 

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম বলেন, চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান এবং ঘটনাস্থলে আরও দুজন মারা যান বলে আমরা জেনেছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত