ঈদুল আযহা উপলক্ষে টাকা ছাড়াই ব্যাগ ভর্তি বাজার পেয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ টি দরিদ্র ও অসহায় পরিবার।
স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’ নামে একটি সংগঠন এই আয়োজন করেছে।
আয়োজকরা জানায়, স্বেচ্ছাসেবী সংগঠন 'জনতার ঈশ্বরগঞ্জ'-এর চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ঈদুল আযহায় বিপর্যস্ত অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটাতেই তাদের এই আয়োজন।
শুক্রবার (৬ জুন) সকালে দিনমুজুর, রিকশাচালক, প্রতিবন্ধী, পঙ্গু, গৃহকর্মী এবং অসহায় পরিবারের মাঝে ব্যাগভর্তি সদাই বিতরণ করেন জনতার ঈশ্বরগঞ্জের এডমিন ও মডারেটর প্যানেল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও এডমিন মো. এহছানুল হক,এডমিন আরিফুল হক, মডারেটর ফারুক মন্ডল, আল-আমিন,মাসুম আহমেদ, মোস্তাকিম, রোমান হাসান আলাদিন প্রমুখ।
ব্যাগভর্তি সদাইয়ের মধ্যে ছিল-সুগন্ধি চাল,সেমাই, চিনি,সাবান,আলু,চিপস পিঠা, তেল,পেঁয়াজ,রসুন,আদা,লবণ,মসলাসহ বিভিন্ন ঈদ সামগ্রী।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রিকশাচালক জুয়েল মিয়া বলেন, ‘ঈদের আগে মাগনা (বিনামূল্যে) বাজার পাব, তা কল্পনা করিনি। তাছাড়া যেসব বাজার তারা মাগনা দিচ্ছে, এত কিছু আমার পক্ষে কিইন্যা খাওয়া সম্ভব ছিল না।’
উপজেলার মাইজবাগ ইউনিয়নের শিউলি আক্তার (৪৫) বলেন, ‘ঈদে বাজার-সদাই করতাম পারি নাই। কিন্তু আল্লাহ এইবার যে ব্যাগ ভইরা মাগনা বাজার মিলায়া দিব, তা চিন্তাও করছি না। খুব আনন্দ লাগতাছে। যারা দিয়েছে আল্লাহ তাদের বালা রাহুক(রাখুন)।’
জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন আরিফুল হক বলেন, '২০২১ সালে 'জনতার ঈশ্বরগঞ্জ' প্রতিষ্ঠার পর থেকেই উৎসব ও দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা চলেছি আমরা। সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার ৩৫ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ব্যাগভর্তি সদাই বিতরণ করেছি। স্বল্প পরিসরে হলেও এসব পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।