লালমনিরহাটের পাটগ্রামে ঈদের সকালে এক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুই বছর আগে উম্মে আয়মান ও হাসিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহত উম্মে আয়মান ওরফে এমি (২০) এক বছর বয়সী কন্যা শিশুর জননী। তিনি স্থানীয় একরামুল হকের মেয়ে। অভিযুক্ত স্বামী হাফেজ হাসিবুল ইসলাম (২৩) একই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মাদরাসা শিক্ষক।
স্থানীয়রা জানান, ঈদের নামাজের আগে এমি তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে একটি ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাবার্তা চলছিল। হঠাৎই হাসিবুল পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে এমির গলায় আঘাত করেন এবং দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই এমির মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতকের বাবা ও ভাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মূল আসামি হাসিবুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।