শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রূপগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত ২

আপডেট : ১০ জুন ২০২৫, ০২:২৯ পিএম

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হন আরও দুজন। সোমবার (৯ জুন) রাতে উপজেলার তারাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাবো সুলতানবাগ এলাকার শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৩৫)। আহতরা হলেন- সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। তারা আকাশের বন্ধু বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশাযোগে সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন আকাশ। তিন চাকার যানটি তারাবো এলাকার সাইফিং ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক। আহত হন আকাশ ও তার দুই বন্ধু। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা আকাশকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত