মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল বাংলাবাজারে পদ্মার ভাঙনরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, বানিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাকারিয়া মিয়াজী, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলো বেগম, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, ইউপি সদস্য মো. সালাহউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা জানিয়েছেন, বর্ষা মৌসুম শুরুর আগেই কয়েকদিনের টানা বৃষ্টিতে শম্ভু হালদারকান্দি, সরদার কান্দি, বানিয়াল,মহেশপুর, রাঢ়ী পাড়া, আশুলির চর, পূর্ব রাঢ়ী পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা তীরে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে তীরবর্তি বাসিন্দাদের মাঝে ভাঙ্গন আতংক বিরাজ করছে। ভাঙনে নদীর তীরের বসতভিটে ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় পদ্মা তীরে এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে ভয়াবহ ভাঙ্গন দেখা দিতে পারে। তারা আরো জানান, গত ৩ বছরে বাংলাবাজার ইউনিয়নের ওই সব গ্রামে পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার।