শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কৃষকের জমি জোরপূর্বক দখল এক সন্তানকে করেছে দেশছাড়া 

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে প্রতিবেশী কিছু উশৃঙ্খল ব্যক্তির বিরুদ্ধে এক কৃষকের জমি ২১ বছর ধরে জোরপূর্বক দখল রাখার অভিযোগ পাওয়া গেছে। দুই দশক আগে উক্ত জমি দখলের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন ওই কৃষক এবং তার ছেলে মো. নজরুল ইসলাম। 

এ ঘটনার পর স্থানীয় সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়তে বাধ্য হন নজরুল। নজরুল ইসলাম গত দেড় দশক ধরে ওয়েস্ট ইন্ডিজে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে রাখায় ভীত সন্ত্রস্ত নজরুল দেশে ফিরতে পারছেন না। 

ভুক্তভোগী কৃষক মো. মুছার অভিযোগ, স্থানীয় মাহবুল আলম, আবদুল সবুর এবং তার দুই ছেলে মো. আজিম ও মো. নাজিম পশ্চিমপট্টি মৌজার আরএস ৫৪৬৪/৫৪৬৫/৫৪৬৬ দাগের আন্দর চারশতক জমি জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণ করেছে। ঘটনার শুরুতে চট্টগ্রামের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে (সদর আমল আদালত) ফৌজদারি অভিযোগ দায়ের করেন কৃষক মুছা। 

অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজির অপরাধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনেছে আদালত। আদালতের নির্দেশে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় হাটহাজারী থানায়। এ মামলায় গ্রেপ্তার হন আসামিরা। পরে জামিনে এসে আরও বেপরোয়া হয়ে উঠেন তারা। 

স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে অভিযুক্ত আসামিরা কৃষক মুছা ও তার পরিবারের ওপর দফায় দফায় হামলা চালায়। এ নিয়ে স্থানীয়ভাবে শালিসী বৈঠকও মানছেন না আসামিরা। ২১ বছর ধরে নিজের মালিকানাধীন জমিতে যেতে পারছেন না মুছা। শেষ সম্বল হিসেবে থাকা এক চিলতে ভিটেয় কোনো রকমে পরিবার নিয়ে বসবাস করছেন কৃষক মুছা। 

মুছা বলেন, ‘সন্ত্রাসীরা আমার জায়গা দখল করে ঘর করে ফেলেছে। আমার ছেলে নজরুলকে দেশছাড়া করেছে। দেড় দশক ধরে প্রিয় সন্তানের মুখ দেখতে পারছি না। প্রাণ হারানোর ভয়ে ছেলে দেশে আসছে না’।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, ‘ভুক্তভোগী কৃষক আইনী সহায়তা চাইলে দেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত