রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাহ্মণবাড়িয়ায় জমির বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশত

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৩১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। দুই গোষ্ঠীর কয়েকশ লোক গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা নাগাদ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেখানে সেনাবাহিনীও ছুটে আসে।

সংঘর্ষে আহতদের মধ্যে রহিম মিয়া, মনির মিয়া, ইসরাইল মিয়া, সিরাজুল ভূঁইয়া, মজলুম ইসলাম, নাজমুল হক, মাহবুব, সাইফুল, ইউনুছ মিয়া, তারেক মিয়া, ইয়ামিন, জলিল মিয়া, বশির মিয়া, কুতুব আলী, বশির, রমুজ মিয়া, জিহাদ মিয়া, রিপন মিয়া এবং সাকিবুল জেলা সদর ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু মিয়ার গোষ্ঠীর রাজিব ও সাধুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল-অরুয়াইল সড়কের মধ্যে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। এতে উভয়পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউনিয়ন পরিষদ সদস্য নূর বানু বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি সেনাবাহিনীও আসে।

সরাইল থানার ওসি রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো পক্ষই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত