শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

টাকা আত্মসাৎ করতে অন্তঃসত্ত্বা ছোট বোনকে হত্যা, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি বিক্রির টাকা আত্মসাৎ করতে অন্তঃসত্ত্বা ছোট বোন হালিমাকে গর্বের সন্তানসহ হত্যার ঘটনার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা থেকে হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ২নং আসামির মাকসূদা আক্তার মালা (৩২) ও জাহানারা বেগম (৫৫)। মামলার মূল আসামি মো. হোসেন (৪৯) এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, ভিকটিম হালিমা খাতুন পৈতৃক বাড়ি সম্পত্তি ক্রয়ের উদ্দেশ্য বড় ভাই মো. হোসেনকে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ধাপে ধাপে টাকা পরিশোধ করে। টাকা পরিশোধের পর গত ৫ মে ২০২৫ ভিকটিম নিজ ভাইয়ের ভাড়া বাসায় স্ট্যাম্পটি ফেরত নিতে গেলে হালিমাকে টাকা আত্মসাতের উদ্দেশ্যে হাত পা বেঁধে মাথা, চোখ ও মুখে ইট দিয়ে পিটিয়ে জখম করে তার বড় ভাই মো. হোসেন এবং মামলার অন্য দুই আসামি মাকসূদা আক্তার মালা ও জাহানারা বেগম। পরে হালিমার চিৎকারে পার্শ্ববর্তী এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে যায়। ঐ ঘটনায় হালিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল ও গর্ভের সন্তানসহ মৃত্যুবরণ করে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, র‍্যাব-১১, র‍্যাব-৬, ও র‍্যাব-১০ যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার জেলার সদর থানার কুকরাইল মোড় এলাকা থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। গ্ৰেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তারা জড়িত বলে স্বীকার করে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত