নারায়ণগঞ্জের ফতুল্লার স্কুলছাত্র সিয়াম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মেহেদী মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মাসদাইরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মেহেদী মন্ডল শহরের উত্তর মাসদাইর এলাকার ফারুক মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে অটোরিকশার যাত্রীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই চেষ্টাকালে পুলিশ ও এলাকাবাসী মেহেদীকে ধাওয়া দেয়। এ সময় দৌড়ে বাড়িতে ঢুকে ঘরে লুকিয়ে থাকে মেহেদী। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যক্তি থানায় একটি মামলা দায়ের করেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ছিনতাইয়ের অভিযোগে মেহেদী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।