দেশের স্বর্ণবাজারে ঈদের পর আবারও দাম বাড়ানো হয়েছে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৯২ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আগামী রবিবার থেকে বাজারে কার্যকর হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুসারে, ২২ ক্যারেট স্বর্ণের দাম এক ভরিতে দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
অপরদিকে, রুপার দাম পরিবর্তন হয়নি। দেশের বাজারে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরিতে ১ হাজার ৭২৬ টাকা রয়েছে।
ঈদের আগের মূল্যবৃদ্ধির পর আবার স্বর্ণের দাম বাড়ায় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।