গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হচ্ছে কাল মঙ্গলবার। তবে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ঘিরে। জ্বরে আক্রান্ত থাকায় তাকে এখনও রাখা হয়েছে পর্যবেক্ষণে।
এই অনিশ্চয়তার মাঝেও আশাবাদী বার্তা দিলেন মিরাজ নিজেই। সোমবার নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'টেস্ট যুদ্ধ শুরু হচ্ছে আগামীকাল। চোখে জয়ের স্বপ্ন, হৃদয়ে আশার আলো।'
মিরাজের এই পোস্ট শুধু তার খেলার প্রতি আবেগই নয়, দলকে নিয়ে তার আত্মবিশ্বাস এবং আশাবাদী মানসিকতারও প্রতিফলন।
তবে তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, "মিরাজের অবস্থা আগের থেকে ভালো। তবে সে এখনও পর্যবেক্ষণে আছে। ওকে পাওয়া না পাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করছে।"
গলের স্পিন সহায়ক উইকেটে মিরাজের না থাকা মানে বাংলাদেশ দল ভারসাম্যে বড় ধাক্কা খাওয়া। এখন দেখা যাক, যুদ্ধের ময়দানে নামার সুযোগ পান কি না এই লড়াকু অলরাউন্ডার।