সব বাণিজ্য সংগঠনে টানা দুইবার নির্বাহী কমিটি বা পর্ষদে থাকলে একবার বিরতি দিয়ে পুনরায় নির্বাচন করতে হবে এ নিয়ম মানতে নারাজ ব্যবসায়ীরা। যে কারণে বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর এই উপবিধি বাতিল চেয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে চিঠি দিয়েছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) একাংশের ব্যবসায়ীদের জোট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা।
গত রবিবার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষে আহ্বায়ক মীর নিজাম উদ্দিন এই বিধান বাতিল চেয়ে গত রবিবার বাণিজ্য উপদেষ্টাকে চিঠি দেন। গত ২০ মে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী সংগঠনগুলোর গঠন, পরিচালনা, কার্যপরিধি ও নির্বাচন পদ্ধতি নিয়ে এই বাণিজ্য সংগঠন বিধিমালার প্রজ্ঞাপন জারি করে। আওয়ামী সরকার পতনের পর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সংগঠনগুলোর সংস্কার কার্যক্রমের একটি অংশ হচ্ছে বিধিমালা।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চিঠিতে বলছে, একজন ভোটারের মৌলিক অধিকার হচ্ছে যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের মাধ্যমে বিরত রাখার বিধানটি মোটেই কাম্য নয়। শুধু তাই নয়, বিধিনিষেধ আরোপে অতীত সময়কাল থেকে কার্যকর করাটা আইনবহির্ভূত ও অধিকার ভঙ্গের শামিল।