মুন্সীগঞ্জের শ্রীনগরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবির হাসান (১৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাাকশন ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার দক্ষিন পাইকসা বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে মাদারীপুরের শিবচর উপজেলার শান্তিনগর গ্রামের স্বপন বেপারীর ছেলে।
বুধবার (১৮ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার।
তিনি জানান, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন পাইকসা বটতলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সমুদয় ইয়াবাসহ আবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি দাবি করেন গ্রেপ্তারকৃত আবির পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন যাবত অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল সে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।