বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কোহলি মাঠে নামলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়: বেন স্টোকস

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত, অথচ বিরাট কোহলি নেই। কিছুদিন আগেই তিনি লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাই আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি বনাম বেন স্টোকসের লড়াই দেখা যাবে না। ইংলিশ অধিনায়ক স্টোকস বলেছেন, পুরো সিরিজে তিনি কোহলিকে মিস করবেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত একটি ভিডিওতে স্টোকস বলেছেন, ‘আমার মনে হয়, কোহলির লড়াকু মানসিকতার অভাব বোধ করবে ভারত। তার আগ্রাসন এবং জয়ের ক্ষুধা অন্যদের চেয়ে আলাদা। জার্সি নম্বর ১৮ সংখ্যাটাকে সে নিজের বানিয়ে ফেলেছিল। পরের সিরিজে ভারতের ১৮ নম্বর জার্সি হয়তো দেখতে পাব না- এটা ভেবেই খারাপ লাগছে। দীর্ঘদিন খেলে কোহলি ভারতীয় দলে একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছিল।’

টেস্ট থেকে কোহলি অবসর নেওয়ার পর তাকে মেসেজ পাঠিয়েছিলেন বলেও জানিয়েছেন স্টোকস। ইংলিশ টেস্ট অধিনায়কের ভাষায়, ‘কোহলিকে আমি টেক্সট করেছিলাম। তাতে লিখেছিলাম, “তোমার বিপক্ষে খেলতে না পারা খুব কষ্টের।” আসলে আমি কোহলির বিপক্ষে খেলতে ভালোবাসি, সেও আমার বিপক্ষে খেলতে ভালোবাসে। কারণ আমাদের দুজনের মানসিকতা একইরকম। মাঠে নামলে একটা যুদ্ধের আবহ তৈরি হয়।’

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে অবসর নিয়েছেন কোহলি। ১২৩ ম্যাচে তার সংগ্রহ ৯ হাজার ২৩০ রান। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি ৩১টি ফিফটি করেছেন। কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টোকস আরও বলেছেন, ‘কোহলি অসাধারণ ক্রিকেটার। আমি নিশ্চিত, সারা ভারত তার প্রশংসা করে। আমরাও প্রশংসা করি। তাছাড়া ইংল্যান্ডের মাটিতে তার রেকর্ডও যথেষ্ট ভালো।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত