বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

টেস্টে ‘নতুন ভারতের’ শুরু আজ

আপডেট : ২০ জুন ২০২৫, ০৫:১৩ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। আজ থেকে শুরু হচ্ছে এই চক্রের দ্বিতীয় সিরিজ। ইংল্যান্ড সফরে ভারত খেলবে পাঁচটি টেস্ট, যার প্রথমটি শুরু আজ থেকে লিডসের হেডিংলিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে ভারতীয় দলে ছিলেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। অধিনায়কও ছিলেন রোহিত। তারা দুজনই টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাই লাল বলে ‘নতুন ভারতের’ শুরু আজ, তা বললেও খুব একটা ভুল হবে না।

ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজে আগে যে ট্রফি দেওয়া হতো তার নাম ছিল ‘পতৌদি ট্রফি’। ২০০৭ সাল থেকে ছিল এই নাম। ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খানের নামে ছিল। তবে এবার থেকে সিরিজের নাম বদলে করা হয়েছে ‘ অ্যান্ডারসন-শচিন ট্রফি’। তাতে শুরু হয় বিতর্ক, হয় প্রতিবাদ। এ নাম বদল ভালোভাবে নেননি শচিন টেন্ডুলকার নিজেও। তার চাওয়াতে পতৌদির নাম রাখা হয়েছে সিরিজে, তবে ভিন্নভাবে। জয়ী দলের অধিনায়ককে পদৌতি পদক দেওয়া হবে।

টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতা টেস্ট থেকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই দুই পেসার গাস অ্যাটকিনসন ও স্যাম কুক। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো সেরে ওঠেননি অ্যাটকিনসন। বাদ পড়েছেন কুক। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। গত ডিসেম্বরের পর প্রথমবার টেস্ট খেলবেন ওকস। ঘরের মাঠে প্রথমবার সাদা পোশাকে খেলবেন কার্স। ক্যারিয়ারের প্রথম পাঁচটি টেস্ট তিনি খেলেছেন পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে। একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শোয়েব বাশির। প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে পারবেন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান জো রুট।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের কাছে প্রশ্ন ছিল ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাকে নিয়ে। উত্তরে স্টোকস বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই ভালো প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়। আমরা তার (বুমরা) সম্পর্কে জানি, যে দলের হয়েই খেলুক সে কী করতে পারে। তবে তাকে ভয় পাওয়া, একদমই নয়।’

রোহিতের অবসরের পর টেস্ট অধিনায়কত্ব উঠেছে শুবমান গিলের কাঁধে। ভারতীয় এই ব্যাটসম্যানকে চার নম্বরে নেমে কোহলির অনুপস্থিতিও পূরণ করতে হবে। গিল বলেন, ‘২০ উইকেট না নিলে আপনি টেস্ট জিততে পারবেন না। এটা বিষয় না যে কত রান করলেন। আমাদের লক্ষ্য থাকবে ২০ উইকেট তুলে নেওয়া।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত