বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইরানের হামলায় ইসরায়েলে আহত ৮৬

আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ৮৬ জন আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, হাসপাতালে যাওয়া আহতদের মধ্যে দুইজন মাঝারি অবস্থায় ও ৭৭ জন কিছুটা ভালো অবস্থায় আছেন। এর মধ্যে আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়াও আরও তিনজন এখনও হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। যাদের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার ফলে তেল আবিব এবং কেন্দ্রীয় শহর নেস্ জিওনার আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

একই সময়ে, ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে বিকল হয়ে যায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর সিস্টেম। পরে তা হাইফা শহরে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ৩ জন আহত হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর রবিবার সকালে ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান।

ইসরায়েলি হামলার জবাবে প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। লাগাতার এই হামলার ফলে ইসরায়েলের এখন পর্যন্ত ২৪ জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত