চট্টগ্রাম নগরের চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) বিকালে তাদের আটকের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।
আটকরা হলেন- মোহাম্মদ হানিফ (৩২) ও সাজ্জাদ হোসেন (৩০)।
হানিফ চট্টগ্রামের লোহাগাড়া থানার মাতাব্বর পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাফিজ আহমদ। সাজ্জাদ হোসেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা।
দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।