বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল নিক্ষেপ

আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:১৭ পিএম

কাতারের মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসময় দেশটির রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে অ্যাক্সিওসের একজন প্রতিবেদক জানিয়েছেন, কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

স্কাই নিউজ জানিয়েছে, ধারণা করা হচ্ছে ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইরান।

দেশটির সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড কাতারের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক সঙ্গীত বাজানোর সময় এই ঘোষণা দেওয়া হয়। এসময় স্ক্রিনে শিরোনামে লিখা ছিল, ‘আমেরিকার আগ্রাসনের প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর ‘শক্তিশালী ও সফল প্রতিক্রিয়া’ শুরু হয়েছে।

এদিকে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা বিভাগ কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির উপর সম্ভাব্য হুমকির উপর নিবিড় নজর রাখছে।

কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত