সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে রুশ ড্রোন হামলায় নিহত ৩

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:০৮ এএম

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় কর্র্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার এএফপি এ তথ্য জানিয়েছে। এর একদিন আগেই রাজধানী কিয়েভে কয়েক ডজন রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছিল। তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানের কূটনৈতিক প্রচেষ্টা স্থগিত হয়ে পড়েছে। প্রায় তিন সপ্তাহ আগে কিয়েভ ও মস্কোর মধ্যে শেষ সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এখন পর্যন্ত কোনো নতুন আলোচনার সময়সূচি দেওয়া হয়নি। সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ বলেছেন, আমাদের কাছে তিনজনের মৃত্যুর তথ্য আছে। তাদের মধ্যে আট বছর বয়সী একটি ছেলেও রয়েছে।

তিনি আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছেলেটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হামলায় বিভিন্ন পরিবারের মানুষ প্রাণ হারিয়েছে। তারা সবাই একই এলাকায় বাস করত। তারা তাদের বাড়িতে ঘুমাচ্ছিল কিন্তু রাশিয়ান ড্রোন তাদের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। মেয়র গ্রিগোরভ টেলিগ্রামে আরও জানান, হামলায় তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খারকিভ নগরীর মেয়র টেলিগ্রামে জানিয়েছেন, সেখানেও রুশ ড্রোন হামলায় তিনজন আহত হয়েছে।

এর আগে, সোমবার রাশিয়া ইউক্রেনে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে কিয়েভের একটি আবাসিক ভবন ভেঙে পড়ে ১০ জন বেসামরিক নাগরিক নিহত  হয় ও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। স্থানীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ ওডেসা অঞ্চলে সোমবার পৃথক রাশিয়ার হামলায় দুজন নিহত ও আরও ডজন খানেক আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, একটি স্কুলে আঘাত হেনেছে। তিনি আরও বলেন, দুঃখের বিষয়, ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু লোক আটকা পড়ে থাকতে পারে। সোমবার লন্ডনে আকস্মিক সফরকালে জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার থেকে হেগে শুরু হতে যাওয়া দুই দিনের ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল জেলেনস্কির।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত