স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে হলে অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয় ঐক্য ও স্বনির্ভরতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহে আয়োজিত ‘লোকাল লেভেল স্টেকহোল্ডার কনসালটেশন অন ইনক্লুসিভ, স্মুথ অ্যান্ড সাসটেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এবং এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী তার বক্তৃতায় বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হলে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করতে হবে।