কুঁচকির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২১ ১৮:৩৮
ছবি: এএফপি
ব্যাট হাতে ফিফটির পর দুর্দান্ত বোলিং করছিলেন সাকিব আল হাসান। কিন্তু হঠাৎই তাকে মাঠ ছাড়তে হলো কুঁচকির অস্বস্তি নিয়ে।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের ব্যাটিং ইনিংসে ব্যক্তিগত পঞ্চম ওভার শেষ করার আগেই কুঁচকির ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান সাকিব। শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারেননি তিনি।
ম্যাচটা ১২০ রানে জিতে নিয়ে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
টস হেরে আগে ব্যাট করে চার সিনিয়র ক্রিকেটারের ফিফটিতে ৬ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ। তামিম ইকবাল ৬৪, মুশফিকুর রহিম ৬৪, মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৬৪ ও সাকিব আল হাসান ৫১ রান করেন।
এরপর দারুণ বোলিং করছিলেন সাকিব। প্রথম ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ১০ রান খরচ করেন। ৩০তম ওভারে ফের সাকিবকে আক্রমণে আনেন তামিম ইকবাল।
ওই ওভারের চতুর্থ বলে প্রথম বোঝা যায় কুঁচকিতে কোনো সমস্যা অনুভব করছেন বাঁহাতি স্পিনার। লং অনের দিকে যাওয়া বল তাড়া করতে গিয়ে থেমে যান মাঝ পথে। পরের বলটি করার পর ব্যথায় বসে পড়েন সাকিব।
ফিজিও এসে দেখার পর একটু চেষ্টা করে দেখেন চালিয়ে যাওয়া সম্ভব কি না। কিন্তু ব্যথার জন্য শেষ বলটি না করেই মাঠ ছাড়েন সাকিব। পরে বাকি এক বল করে সেই ওভার শেষ করেন সৌম্য সরকার।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী বলেন, 'কুঁচকিতে টান লেগেছে। পর্যবেক্ষণের পর জানা যাবে সাকিবের ইনজুরির কতোটা গুরুতর। তখনই বলা যাবে সাকিব টেস্ট সিরিজ খেলতে পারবেন কি-না।'
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২১ ১৮:৩৮

ব্যাট হাতে ফিফটির পর দুর্দান্ত বোলিং করছিলেন সাকিব আল হাসান। কিন্তু হঠাৎই তাকে মাঠ ছাড়তে হলো কুঁচকির অস্বস্তি নিয়ে।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের ব্যাটিং ইনিংসে ব্যক্তিগত পঞ্চম ওভার শেষ করার আগেই কুঁচকির ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান সাকিব। শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারেননি তিনি।
ম্যাচটা ১২০ রানে জিতে নিয়ে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
টস হেরে আগে ব্যাট করে চার সিনিয়র ক্রিকেটারের ফিফটিতে ৬ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ। তামিম ইকবাল ৬৪, মুশফিকুর রহিম ৬৪, মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৬৪ ও সাকিব আল হাসান ৫১ রান করেন।
এরপর দারুণ বোলিং করছিলেন সাকিব। প্রথম ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ১০ রান খরচ করেন। ৩০তম ওভারে ফের সাকিবকে আক্রমণে আনেন তামিম ইকবাল।
ওই ওভারের চতুর্থ বলে প্রথম বোঝা যায় কুঁচকিতে কোনো সমস্যা অনুভব করছেন বাঁহাতি স্পিনার। লং অনের দিকে যাওয়া বল তাড়া করতে গিয়ে থেমে যান মাঝ পথে। পরের বলটি করার পর ব্যথায় বসে পড়েন সাকিব।
ফিজিও এসে দেখার পর একটু চেষ্টা করে দেখেন চালিয়ে যাওয়া সম্ভব কি না। কিন্তু ব্যথার জন্য শেষ বলটি না করেই মাঠ ছাড়েন সাকিব। পরে বাকি এক বল করে সেই ওভার শেষ করেন সৌম্য সরকার।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী বলেন, 'কুঁচকিতে টান লেগেছে। পর্যবেক্ষণের পর জানা যাবে সাকিবের ইনজুরির কতোটা গুরুতর। তখনই বলা যাবে সাকিব টেস্ট সিরিজ খেলতে পারবেন কি-না।'