মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

অভিষেকেই সাদমানের অর্ধশতক

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০২:৪৬ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইনিংসেই সাফল্যের পরিচয় দিলেন সাদসান ইমলাম। দায়িত্বশীল ব্যাটিংয়ে হাঁকিয়েছেন অর্ধশতক। চেষ্টা এখন ইনিংসটি লম্বা করার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ২৩ বছর বয়সী সাদমান।

প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্সে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজে দলে ডাক পান বাঁহাতি এই ব্যাটার। কিন্তু ৬৪ রানে জয় পাওয়া চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা মেলেনি তার। এর মধ্যে ইমরুল কায়েস চোটের কারণে ছিটকে পড়ায় ঢাকা টেস্টের একাদশে জায়গা হয়েছে সবশেষ জাতীয় লিগে সর্বোচ্চ রান করা এই ব্যাটারের।

ইনিংসের শুরু থেকেই আস্থার সঙ্গে ব্যাট চালান সাদমান। তৃতীয় বলে খুলেন ব্যক্তিগত রানের খাতা। ৩৭ রান নিয়ে যান লাঞ্চ বিরতিতে। জোমেল ওয়ারিক্যানের করা ৪৬তম ওভারের শেষ বলে স্যুইপ করে চার হাঁকিয়ে ফিফটিতে পৌঁছান সাদমান। এই জন্য তাকে খেলতে হয় ১৪৭ বল। এতে বাউন্ডারির মার চারটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত