মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মিরাজে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ এএম

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে সর্বশক্তি লাগলো না বাংলাদেশের। এক মেহেদী হাসান মিরাজেই মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে অতিথি দল।

বাংলাদেশের স্পিন ফাঁদে একে একে পা দিয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন করা পাঁচ উইকেটে ৭৫ রানের সঙ্গে রোববার আর ৩৬ রান যোগ করতেই বাকি উইকেটগুলো হারিয়ে বসে তারা। প্রথম ইনিংসে ৩৯৭ রানে পিছিয়ে থেকে অতিথি দলটির সামনে এখন বড় হারের হাতছানি।

দলীয় স্কোরে ১১ রান জমা পড়তেই দিনের প্রথম আঘাত হানেন মিরাজ। তার বলে কট অ্যান্ড বোল্ড হন শিমরন হেটমায়ার। দুই রান পরই সপ্তম উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ঘাতক মিরাজ। মাত্রই রানের খাতা খোলা দেবেন্দ্র বিশুকে সাদমান ইসলামের ক্যাচে পরিণত করেন এই অফস্পিনার।

দলীয় ৯২ রানে মিরাজের বলে কেমার রোচ কট বিহাইন্ড হলে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১১০ রানে মাটি কামড়ে থাকা শ্যান ডোরিচকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। উইকেট ছাড়ার আগে আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা ডোরিচের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৭৫ বলে তিন চারে ৩৭।

দলীয় স্কোরে এক রান জমা পড়তেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দাড়ি টানেন সাকিব আল হাসান। এই লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হন এগারো নম্বরে ব্যাট করতে নামা শেরমন লুইস।

টেস্টে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ছয় বা এর বেশি উইকেট নেওয়ার স্বাদ পেলেন মিরাজ। ক্যারিবীয়দের সাতটি উইকেট নিতে মিরাজ ১৬ ওভার বল করে দিয়েছেন ৫৮ রান। ২৭ রানে তিন উইকেট নিয়েছেন সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন শেষে ৭৫/৫) ৩৬.৪ ওভারে ১১১ (হেটমায়ার ৩৯, ডাওরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; সাকিব ১৫.৪-৪-২৭-৩, মিরাজ ১৬-১-৫৮-৭, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত