মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভালেন্সিয়াকে হারিয়ে ব্যবধান কমাল রিয়াল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ পিএম

ভালিন্সিয়াকে হারিয়ে লা লিগায় জয়ে ফেরার পাশাপাশি শীর্ষে থাকা সেভিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ম্যাচটি ২-০ গোলে জয় পায় সান্তিয়াগো সোলারির দল। শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল উইঙ্গার লুকাস ভাসকেস। লিগে সবশেষ ম্যাচে এইবারের মাঠে ৩-০ গোলে হেরেছিল রিয়াল।

রিয়ালের স্থায়ী কোচ হওয়ার পর লা লিগায় প্রথম জয়ের দেখা পেলেন সোলারি। তার অধীনে লিগে আগের ম্যাচে এইবারের কাছে হারের লজ্জা পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি।

ভালেন্সিয়ার বিপক্ষে জয় পেলেও খুব একটা নজরকাড়া ছিল না রিয়ালের খেলা। ম্যাচের শুরুর তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। ডি-বক্সের মাঝামাঝি থেকে নেওয়া করিম বেনজেমার ভলি চলে যায় গোলপোস্টের বাঁ পাশের বাইর দিয়ে।

ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ডানিয়েল ভাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। এর ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করতে পারতো তারা। লক্ষ্যে নেওয়া গ্যারেথ বেলের জোরাল শটটি আটকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো।

লিগে এই নিয়ে গত ১০ ম্যাচ ধরে গোলহীন বেল। ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেওয়ার পর লিগে এটা তার সবচেয়ে লম্বা সময়ের গোলখরা।

৫৩তম মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগটি পায় ভালেন্সিয়া। গোলপোস্টের দশ গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য জালে জড়াতে পারেনি স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা। ৬৫তম মিনিটে আরও একটি সুযোগ মিস করে অতিথিরা। ছোট ডি-বক্সের বাঁদিক থেকে নেওয়া শটটি জালে জড়াতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক গাব্রিয়েল পাওলিস্তা।

ম্যাচের নির্ধারিত খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে ভাসকেসের নৈপুণ্যে দ্বিতীয় গোল পায় রিয়াল। করিম বেনজেমার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি চলতি লা লিগায় নিজের প্রথম গোল করেন ভাসকেস।

এই জয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ১৪ ম্যাচে ২৩। শীর্ষে থাকা সেভিয়ার সঙ্গে ব্যবধানটা মাত্র ৩ পয়েন্টে নিয়ে এসেছে তারা। ১৩ ম্যাচে সেভিয়ার পয়েন্ট সর্বোচ্চ ২৬।

১৩ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দেপোর্তিভো আলাভেস।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত