অধিকাংশ অ্যানড্রয়েড ফোনে ডুয়েল সিমকার্ড অপশন রয়েছে। সিম দুটি হলেও সাধারণত একই স্মার্টফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না।
তবে কিছু কিছু স্মার্টফোন বর্তমানে ডুয়েল অ্যাপস বা ডুয়েল মোড ফিচার সুবিধা দিচ্ছে। একই চ্যাট অ্যাপের দুটি ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। তাই জোড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য দুটি স্মার্টফোন ব্যবহারের প্রয়োজন নেই।
ভিন্ন ভিন্ন ফোন থেকে লোকেশনটি আগে বের করে নিতে হবে। দেখে নিন নমুনা-
স্যামসাং: ডুয়েল মেসেঞ্জার
সেটিংস = অ্যাডভান্সড ফিচার = ডুয়েল মেসেঞ্জার
শাওমি: ডুয়েল অ্যাপস
সেটিংস = ডুয়েল অ্যাপস
ওপো: ক্লোন অ্যাপস
সেটিংস = অ্যাপ ক্লোন
আসুস: টুইন অ্যাপস
সেটিংস = অ্যাপ টুইন
হুয়াওয়ে অ্যান্ড হনর: অ্যাপ টুইন
সেটিংস = অ্যাপ টুইন
যেভাবে ডুয়েল হোয়াটসঅ্যাপ ফিচার ব্যবহার করবেন:
১. ফোনে ডুয়েল অ্যাপস সেটিংস অপশনটি চালু করুন।
২. ডুপ্লিকেট অ্যাপ সিলেক্ট করুন (হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা)।
৩. প্রক্রিয়াটি সমাপ্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. হোমস্ক্রিনের উপরে যান এবং দ্বিতীয় হোয়াটসঅ্যাপ লোগো দেখতে পাবেন। অ্যাপ চালু করার জন্য সেখানে হালকা টোকা দিন।
৫. আলাদা ফোন নম্বর দিয়ে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
কিছু ফোনে অ্যানড্রয়েড ওয়ান ডিভাইস রয়েছে এবং সেগুলোতে ডুয়েল অ্যাপ ফিচার সুবিধা দেয় না। প্যারালাল, ডুয়েল অ্যাপ উইজার্ড, ডাবল অ্যাপসহ এ ধরনের কিছু অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায়। একই চ্যাট অ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন।