মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

থ্রি-ডি ছবি তোলার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:২৮ এএম

নতুন স্মার্টফোন আনার পরিকল্পনা করছে হুয়াওয়ে টেকনোলজি কোম্পানি। এই ফোনের মূল আকর্ষণ হচ্ছে এতে থ্রি-ডি (থ্রি ডাইমেনশনাল পিকচার) ছবি তোলার সুবিধা রয়েছে।

প্রতিষ্ঠানটির এই গোপন পরিল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হুয়াওয়ের এই ফোনের কোড নাম প্রিন্সটন ইন্টারনালি। এই মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে ফোনটি।

আরেক কর্মকর্তা জানান, এই প্রযুক্তিতে সনি করপোরেশনের তৈরি সেন্সর ব্যবহৃত হয়েছে। ছবি তোলার সময় আলোক বিচ্ছুরণের মাধ্যমে সঠিক দূরত্ব মাপা যাবে। 

হুয়াওয়ের এই স্মার্টফোনে থ্রি-ডি ক্যামেরা থাকবে। ব্যবহারকারী তাদের ছবি থ্রি-ডি মুডে তুলতে পারবে, ছবির বাস্তব আবহ পাওয়া যাবে এবং ছবিটি অন্য ডিভাইস বা ফোনে শেয়ার করার সুবিধা থাকবে। ছবি তোলার পর বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো দেখার সুবিধা থাকবে।

বিশ্বব্যাপী ক্রেতাদের চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে কোম্পানি তিনটি কারণে এই নতুন ফোন আনার পরিকল্পনা নিয়েছে। ক্রেতাদের থ্রি-ডি ছবি তোলার সুবিধা দেওয়া, হুয়াইয়ের বিক্রি বাড়ানো এবং প্রতিযোগী অ্যাপলের কাছ থেকে থ্রিডি ফিচারের বাজার দখল করা।

টোকিও’র ফুজি চাইমেরা রিসার্চ ইনস্টিটিউটের সেন্সর এনালাইস্ট য়ুসুকি টোয়োডা বলেন, “এই টেকনোলজি এর আগে কখনো দেখা যায়নি। বিশ্বকে আমরা কীভাবে দেখি, সেটার পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ।”

হুয়াওয়ের মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, “কোম্পানি কোনো গুঞ্জন নিয়ে কথা বলে না।”

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত