মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

আহমদ শফীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৯ এএম

হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মন্ত্রী মাদ্রাসায় পৌঁছান। সেখানে তিনি হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রায় ২৮ মিনিট পর বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, মূলত তিনি দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর জন্য আহমদ শফীর কাছে দোয়া চেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন। তাছাড়া শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্যও দোয়া করেছেন আহমদ শফী। 

সাতকানিয়া ও লোহাগাড়ার সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও হেফাজত নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

মাদ্রাসায় মন্ত্রীর আগমনের কথা শুনে জুমার নামাজের পর থেকে গণমাধ্যমকর্মীরা মাদ্রাসায় অবস্থান করছিলেন। তবে মন্ত্রীর সঙ্গে বড় হুজুরের সাক্ষাতের সময় কোনো গণমাধ্যমকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত