বিয়ের পর বদলে যাচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার নাম। সম্প্রতি শ্যুটিং শুরু করা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমা দিয়ে সেটি ঘটতে যাচ্ছে বলে জানা গেছে।
এর আগে বিয়ের পর নাম বদলে গিয়েছিল আরেক বলিউড নায়িকা সোনম কাপুরের। বিয়ের পর তার মুক্তি পায় ‘এক লেড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’। এতে দেখা গেছে তার নাম বদলে হয়ে গেছে, সোনম কে আহুজা। নামের শেষে যুক্ত হয়েছে স্বামী আনন্দ আহুজার নামও।
বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম মাসালা জানায়, বিয়ের পর প্রিয়াঙ্কা কাজ শুরু করেছেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমাতে। সোনালি বোস পরিচালিত সিনেমাটিতে প্রিয়াঙ্কার নামের সঙ্গে যুক্ত হচ্ছে স্বামী নিক জোনাসের নামও। তার নাম বদলে হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
সিনেমাটিতে ফুসফুসজনিত জটিল রোগে আক্রান্ত এক কিশোরীর মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। একটি বাস্তব জীবনের গল্পের অনুপ্রেরণায় সিনেমাটি নির্মাণ করছেন সোনালি।