সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

শীর্ষস্থান হারানোর ভয় নেই বার্সা কোচের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪ পিএম

লা লিগায় টানা দুই ম্যাচ ড্র করেছে বার্সেলোনা। রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট খোয়ায় এরনেস্তো ভালভেরদের শীর্ষরা। তবে টানা দুই ম্যাচ ড্র করলেও দ্রুতই জয়ে ফেরার বিশ্বাস ভালভেরদের, শীর্ষস্থান হারানোর কোনো শঙ্কাও কাজ করছে না তার মনে।

লা লিগায় ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল এক সময় বেশ পেছনে থাকলেও বার্সার সঙ্গে এখন পয়েন্টের ব্যবধানটা ছয়ে নামিয়ে এনেছে।

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করার পর শিরোপার লড়াইয়েরও স্বপ্ন দেখছে রিয়াল। দলটির কোচ সান্তিয়াগো সোলারি তো বলেই দিয়েছেন, রিয়াল সবকিছুতে শেষ পর্যন্ত লড়ে যায়।

এদিকে টানা দুই ম্যাচ ড্র করলেও বার্সা শীর্ষস্থান ধরে রাখতে প্রত্যয়ী। কোচ ভালভেরদে বলছেন সে কথাই, ‘‘আমরা গেল সপ্তাহে শীর্ষে ছিলাম, এই সপ্তাহেও শীর্ষে। যদি আমি ভুল না করি আমরা পরের সপ্তাহেও শীর্ষে থাকব।’’

‘‘পরিস্থিতি এমনই। কিছু কিছু সপ্তাহে আপনি অনেক পয়েন্ট অর্জন করবেন। কিছু সপ্তাহে পারবেন না। এটা দীর্ঘ সেশন। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব সব বিচার করার জন্য।’’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত