সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশন ঋণচুক্তি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫১ পিএম

ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকার বিশেষ তহবিল দিয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান ও নির্বাহী পরিচালক মো. আবদুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা দেবে। এই তহবিল থেকে ফাউন্ডেশন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এসএমই ক্লাস্টার ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে। ঋণ তহবিলের সঠিক বিতরণ ও ব্যবহার নিশ্চিত হলে, ভবিষ্যতে এই তহবিল আরও বাড়ানো হবে বলে গভর্নর আশ্বাস দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত