আইসক্রিম, নুডলস, আয়োডিনযুক্ত লবণ, কোমল পানীয়সহ ১০১টি পণ্য বিপণনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের লগো ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। এই তালিকায় বেশ কিছু খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের শিল্পপণ্যও রয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো পণ্যের মান বাংলাদেশের নির্ধারিত মানের না হলে মানোন্নয়নের জন্য দু’মাস সময় পাবেন ব্যবসায়ীরা। তালিকাভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে বাটার, ডেক্সট্রোজ মনোহাইড্রেট, লিকুইড গ্লুকোজ, মধু, সরিষার তেল, নারকেল তেল, মিল্ক পাউডার ও ক্রিম পাউডার, চিনি, জ্যামস-জেলিস, ময়দা, ব্রেড, বিস্কুট, লজেন্স, ফ্রুট স্কোয়াশেস, সস্, ফলের জুস, টমেটো পেস্ট ও টমেটো কেচাপ। শিল্পপণ্যের মধ্যে রয়েছে, সাবান, পেন্সিল, শু পলিশ, মশার কয়েল, টুথপেস্ট, শ্যাম্পু, ছাতার কাপড়, সেইফটি রেজর ব্লেডস, ঢেউটিন।