ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সকল নৌ চলাচল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে বুধবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, গতরাত সাড়ে ১২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটে দিকনির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানিয়েছে, ভোর থেকে ঘন কুয়াশা বিরাজ করায় সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, কুয়াশা কেটে গেলে নৌ চলাচল স্বাভাবিক হবে।