মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মেসিকে সামলানো কঠিন : সেতিয়েন

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০১:৫৬ এএম

লিওনেল মেসিকে সামলানো কঠিন। এই মন্তব্য করেছেন রোনাল্ড কোম্যানের আগে বার্সেলোনার কোচ কিকি সেতিয়েন। স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেতিয়েন বলেন, ‘(বার্সেলোনায়) আমি নিজের মতো করে থাকতে পারিনি। সেখানকার বাস্তবতা আমি বুঝিনি বা আমি জানতাম না। যখন বার্সার মতো বড় একটি ক্লাবের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হবেন, আপনাকে বুঝতে হবে যে, বিষয়গুলো সহজ হবে না। যদিও আপনার দলে বিশ্বে সেরা খেলোয়াড়রা থাকবে।’

সেরা খেলোয়াড় যাকে বলছেন সেই মেসি সম্পর্কে সেতিয়েন বলেন, ‘আমি মনে করি, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। আরও অনেক খেলোয়াড় রয়েছে, যারা অসাধারণ। কিন্তু সে দীর্ঘ সময় ধরে অনন্য ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে। এমনটা আর কেউ করে দেখাতে পারেনি। তবে লিওকে সামলানোটা কঠিন। তারা (বার্সা) যেখানে এত বছর ধরে তাকে তার মতো করে গ্রহণ করেছে, বদলাতে চায়নি, সেখানে আমি তাকে পাল্টানোর কে! মেসি খুবই চাপা স্বভাবের। স্বল্পভাষী। তবে সে আপনাকে সেটাই দেখাবে, যেটা সে দেখাতে চায়।’

গত জানুয়ারিতে এরনেস্তো ভালভার্দের বিদায়ের পর বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েছিলেন সেতিয়েন। ৭ মাসও টিকতে পারেননি। ব্যর্থতার দায়ে আগস্টে তাকে ছাঁটাই করে বার্সেলোনা। চুক্তি ছিল আড়াই বছরের। চুক্তি শেষের আগে ছাঁটাই করায় ৪ মিলিয়ন ইউরো দাবি করেন সেতিয়েন। পরবর্তী সময়ে ছাঁটাইয়ের কাগজ সময়মতো বুঝিয়ে না দেওয়ায় বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণাও দেন সেতিয়েন।  ইন্টারনেট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত