করোনাভাইরাসে আক্রান্ত যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার শারীরিক খোঁজ নিতে তার বাসায় যান যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।
রোববার (২৮ আগস্ট) সকালে রাজধানীর শাহজাহানপুরে মুন্নার বাসায় যান তিনি।
এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ সম্পাদকের খোঁজ খবর নেন। তার আশু রোগমুক্তি কামনা করেন। যুবদল নেতাকর্মী ছাড়াও দেশবাসীর কাছে মোনায়েম মুন্নার জন্য দোয়া চান।
গত শুক্রবার খুলনা জেলা ও মহানগর যুবদলের কর্মী সম্মেলন শেষে মোনায়েম মুন্না অসুস্থবোধ করেন। শনিবার চিকিৎসকের পরামর্শে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।
মোনায়েম মুন্না তার রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন।