বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বিএসএমএমইউ

পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের কর্মবিরতির ডাক

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৩৩ এএম

ভাতা বাড়ানো, কয়েক মাসের বকেয়া ভাতা পরিশোধ এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা। গতকাল সোমবার সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে চিকিৎসক নেতারা বলেছেন, মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়ানোর ন্যায্য দাবিতে অনেক আলোচনা হয়েছে। কিন্তু মিথ্যা আশ্বাস ও সময়ক্ষেপণ ছাড়া কিছুই পাননি। এ কারণে আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং ওইদিন সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হলো।

গত ৮ জুন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনটি দাবি গণমাধ্যমের কাছে তুলে ধরেন প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. হাবিবুর রহমান সোহাগ। অন্য দুটি দাবি হলো নিয়মিত মাসিক পারিতোষিক দেওয়া এবং সব ট্রেইনি চিকিৎসকদের বকেয়া পারিতোষিক দ্রুত পরিশোধ করা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত