অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের ঘটনা। জয় পেয়ে খেলা শেষে ড্রেসিং রুমে ফিরছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এসময় লর্ডসের বেশ কয়েক সদস্য ডেভিড ওয়ার্নারকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছিলেন। যা সহ্য করতে পারেননি অজি ক্রিকেটার। জড়ান তর্কে। সেই ঘটনার জেরে বহিষ্কারও করা হয়ে তাদের। তবে রেশ এখনও রয়ে গেছে।
সেই ঘটনায় জড়িত সদস্যদের ‘নির্বোধ’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন।
ঘটনার সূত্রপাত হয়েছিল দ্বিতীয় টেস্টে অ্যালেক্স ক্যারি জনি বেয়ারস্টোকে স্টাম্পিং করেছিলেন। আম্পায়রও আউট দেন। তবে অনেকের দাবি এটা আউট ছিল না। তারপর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আক্রমণ শুরু হয়। সাবেক ইংলিশ ক্রিকেটাররা সমর্থকদের সঙ্গে সুর মিলান। বাদ যাননি লর্ডস ক্লাব হাউসের আজীবন সদস্যরাও।
তাদের সবাইকে উদ্দেশ্য করেই কামিন্স বলেছেন, ‘আমি প্রচুর আক্রমণের শিকার হয়েছি। তারা যত খারাপ মন্তব্য করছিল, ততই আমি বুঝতে পেরেছি এটা কোনো ব্যাপার না। কারণ এরা দেখতে শুয়োরের মাংসের চপের মতো। যদি আউট না হয়েও সিদ্ধান্ত আমাদের পক্ষে আসত, তবে আমি তা মেনে নিতাম। কিন্তু আমি নিশ্চিত ওটা আউট ছিল। তারপরও যারা এ নিয়ে আমাদের আক্রমণ করে মন্তব্য করেছে, এরা নির্বোধ।’