জুলাই মাসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে বাক বিতন্ডায় জড়ান কয়েকজন। সেই ঘটনায় এক মাস ধরে তদন্ত করে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। সেটা শেষে তারা ঘটনায় একজন সদস্যকে ক্লাব থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি অন্য দুই সদস্যকেও বরখাস্ত করা হয়েছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে সেই সদস্যদের নাম প্রকাশ করেনি এমসিসি।
অস্ট্রেলিয়া সেই ম্যাচটি ৪৩ রানে জয় পেয়েছিল। শেষ দিনে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিং নিয়ে লং রুমের মধ্য দিয়ে লাঞ্চে যাওয়ার সময় খেলোয়াড়দের জোরে তিরস্কার করা হয় এবং ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজাকে লর্ডস অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে প্রতিবাদ করতে দেখা যায়।