ছারপোকা নিধনের কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ওই দুই ব্যক্তি ছারপোকা তাড়ানোর মিথ্যা আশ্বাস দিয়ে এ প্রতারণা করেছেন।
প্রতিবেদনে বলা হয়, দুই ব্যক্তি পূর্ব ফ্রান্সে বয়োবৃদ্ধ বেশ কিছু নারীকে তাদের আশেপাশে ছারপোকার অনেক উপদ্রব তৈরি হবে এমন ভয় দেখিয়ে ভুয়া ছারপোকা মারার ওষুধ বিক্রি করে। অভিযুক্ত দুই ব্যক্তি ছারপোকা তাড়ানোর কথা বলে বয়োজ্যেষ্ঠদের প্রতারিত করে হাজার হাজার ইউরো হাতিয়ে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, ছারপোকা তাড়ানোর মিথ্যা নাটক করে তারা ভুক্তভোগীদের কাছ থেকে ৩০০ থেকে ২ হাজার ১০০ ইউরো (৩২৩ ডলার থেকে ২২৬২ ডলার) হাতিয়ে নিতেন। অভিযুক্ত ব্যক্তিরা এখন পর্যন্ত মোট ৪৮ জনের সঙ্গে এ প্রতারণা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ৯০ বছরের বেশি বয়সী নারী। সাম্প্রতিক কয়েক মাসে ফ্রান্সে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। ছারপোকার এ উপদ্রব ফ্রান্সজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সরকার এ সমস্যা সমাধানের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে।
এদিকে প্যারিসে ছারপোকার এ উপদ্রবের কারণে তা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লন্ডনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর, কীটতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এ উপদ্রব বাড়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।