তাকে না চিনলেও তার মালিকানাধীন প্রসাধনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হয়তো দেখেছেন, সম্ভবত তার প্রতিষ্ঠানের শ্যাম্পুও ব্যবহার করেছেন। কিংবা যারা চুল রঙিন করতে পছন্দ করেন তারা অবশ্যই তার প্রতিষ্ঠানকে চেনেন। বলা হচ্ছে বিশ্বখ্যাত ল’রিয়েল ব্র্যান্ডের কথা। উত্তরাধিকারসূত্রে ল’রিয়েল সাম্রাজ্যের মালিক ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ের্স। নারী ধনকুবেরদের মধ্যে তিনিই বিশ্বের প্রথম, যিনি ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার সম্পদের মালিক।
৭০ বছর বয়সী এই নারী ‘ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স’ তালিকায় ১০০ বিলিয়ন ডলার অতিক্রমকারী হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন। একই সঙ্গে মেয়ের্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি। গত বৃহস্পতিবার ব্লুমবার্গ এ তথ্য প্রকাশ করে।
মেয়ের্স ল’রিয়েল বোর্ডের ভাইস চেয়ারপারসন। তিনি ও তার পরিবার প্রায় ৩৫ শতাংশ শেয়ারসহ ল’রিয়েলের একক বৃহত্তম শেয়ারহোল্ডার।
মেয়ের্সের দাদার প্রতিষ্ঠিত ল’রিয়েল কোম্পানি কয়েক দশকের মধ্যে পুঁজিবাজারে এখন শীর্ষে রয়েছে। আর গত বৃহস্পতিবার প্যারিসে ল'রিয়েল শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। করোনা মহামারির পর এখন আবারও বিক্রি বেড়েছে। কারণ, ওই সময়টায় ঘরে আটকে থাকার কারণে মানুষ প্রসাধনী ব্যবহার কমিয়ে দিয়েছিল।
অবশ্য, মেয়ের্স এখনও আরেক ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের থেকে অনেক দূরে রয়েছেন। তিনি ১৭৯ বিলিয়ন ডলারের মালিক। শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা আর্নল্ট ফরাসি ফ্যাশন জায়ান্ট লুই ভিটনের (এলভিএমএইচ) চেয়ারম্যান।