বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ব্যাটিং বিপর্যয়ে ম্লান শামারার কীর্তি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম

টেস্ট অভিষেকের প্রথম বলেই উইকেট, এরপর সেই ইনিংসেই ফাইফার, অস্ট্রেলিয়াকে বড় লিড নিতে না দেওয়া- এতোকিছুর পর দিনটা উইন্ডিজদের হওয়ার কথা ছিল। বিশেষ করে অভিষিক্ত পেসার শামার জোসেফের। তবে প্রথম ইনিংসের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসেও হ্যাজেলউডের পেসে দিশা হারিয়ে ফেলেছে উইন্ডিজ।

অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় দিনের শেষ সেশনে মাত্র ২২.৫ ওভার ব্যাটিং করেই ছয় উইকেট খুঁইয়ে বসেছে ক্রেগ ব্র্যাথওয়েটের দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৮৩ রান। ৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৭৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে উইন্ডিজ।

প্রথম ইনিংসে ফিফটি করা কার্ক ম্যাকেঞ্জি ২৬ ও অভিষিক্ত জাস্টিন গ্রিভস ২৪ রান করেন। ইনিংসের ২৩তম ওভারের পঞ্চম বলে গ্রিভস লায়নের শিকার হলে দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়ার। জশুয়া ডি সিলভা ১৭ রানে অপরাজিত আছেন। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি আর কেউ।

উইন্ডিজদের ছয় ব্যাটারের চারজনকেই সাজঘরের পথ দেখিয়েছেন জশ হ্যাজেলউড। বাকি দুটি উইকেট ভাগ করে নিয়েছেন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩৫টি উইকেট শিকার করা হয়ে গেল হ্যাজেলউডের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত