সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পরিবার বিশ্বের সবচেয়ে ধনী পরিবার। এমনটাই বলছে অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিশ্বের তেলের খনির ৬ শতাংশের মালিক নাহিয়ান পরিবার।
এছাড়া বিশ্বের সবচেয়ে ধনী এই রাজপরিবারটি বিশ্বখ্যাত ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব থেকে শুরু করে ইলন মাস্কের স্পেস এক্সের বড় শেয়ারের মালিক। সংগীত শিল্পী রিয়ানার বিউটি ব্র্যান্ড ফেনটির শেয়ারও আছে তাদের।
৫ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সুবিশাল রাজপ্রাসাদে নাহিয়ান পরিবারের বসবাস। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মতো তিনটি স্থাপনা এক করলে এই প্রাসাদের সমান হবে। এই ভবনের ভেতরে একটি ঝাড়বাতি রয়েছে যা সাড়ে তিন লাখ ক্রিস্টালে তৈরি।
নাহিয়ান পরিবারটিও নেহাত ছোটখাটো নয়। এমবিজেড নামে পরিচিত নাহিয়ানের ভাই আছেন ১৮ জন, বোন ১১ জন। নাহিয়ানের নিজের সন্তান ৯ জন, নাতি-নাতিনী আছে ১৮ জন।
শেখ মোহাম্মদ নাহিয়ানের ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের সংগ্রহে রয়েছে ৭০০টি বিলাসবহুল গাড়ি। বিশ্বের বৃহত্তম এসইউভি রয়েছে শেখ হামাদের সংগ্রহে। তাছাড়া পাঁচটি বুগাতি ভেরন, একটি ল্যাম্বোর্ঘিনি রেভেনটন, একটি মার্সিডিজ বেঞ্জ সিএলকে জিটিআর, ফেরারি ৫৯৯এক্স এবং একটি ম্যাকলারেন এমসি ১২ মডেলের গাড়ি রয়েছে তার কাছে।
নাহিয়ান পরিবারের রয়েছে ৮ টি উড়োজাহাজ। যেগুলোর মধ্যে রয়েছে বোয়িং ৭৮৭-৯এস, এয়ারবাস এ৩২০-২০০ জেটে, বোয়িং ৭৪৭ এবং বোয়িং ৭৮৭ এর মতো উড়োজাহাজ। আজম এবং ব্লু সুপারইয়ট নামে বিলাসবহুল প্রমোদতরি রয়েছে আল নাহিয়ানের।
আরব আমিরাত ছাড়াও প্যারিস, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই রাজপরিবারের বিশাল সম্পত্তি। এমনকি মুম্বাই সিটি ফুটবল টিমের পৃষ্ঠপোষকও আমিরাতের আল নাহিয়ান পরিবার।