গানের জন্য মাঝেমধ্যে মডেল হলেও এর বাইরে ইমরান মাহমুদুলকে সেভাবে পাওয়া যায়নি। বহু প্রস্তাব এলেও বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন। তবে জনপ্রিয় এই সংগীত তারকা এবার মডেল হলেন বিজ্ঞাপনের। বেশ কিছুদিন আগেই প্রাণ আপের এ বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। নাফিসের পরিচালনায় এতে ইমরানের সঙ্গী হয়েছেন পূজা চেরি। প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে মডেল হলেন তারা।
শুধু মডেলই নয়, বিজ্ঞাপনের জিঙ্গেলটিও গেয়েছেন ইমরান, যেটি সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।
ইমরান মাহমুদুল দেশ রূপান্তরকে বলেন, এটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আমার সঙ্গে পূজা চেরি ছিল, তার সঙ্গেও প্রথম। আমরা দুইদিন শুটিং করেছি। দারুণ উপভোগ করেছি। আরও বেশি ভালো লাগছে, বিজ্ঞাপনটির জিঙ্গেলও আমি গেয়েছি, মিউজিক করেছেন হাবিব ভাই। ভিডিও ডিরেকশন দিয়েছেন নাফিস ভাই। যার সঙ্গে আগেও আমার অনেক কাজ হয়েছে। সব কিছু মিলিয়ে চমৎকার একটা সময় পার করেছি।
ইমরান জানান, বিজ্ঞাপনটি ঈদুল ফিতরে বেশ বড় ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রচারে আসবে।