বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ফলাফলের আগেই বিজয় ভাষণ দিলেন নওয়াজ শরিফ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১ পিএম

পাকিস্তানের সাধারণ নির্বাচন জয় দাবি করে পিএমএল-এন দলের নেতা নওয়াজ শরিফ সমর্থকদের উদ্দেশে বলেছেন, পাকিস্তানে একটি ঐক্যবদ্ধ সরকার করতে চাই। পিএমএল-এন পাকিস্তানকে সংকট থেকে উদ্ধার করেছে। ভবিষ্যতেও আমাদের দল দেশের উন্নয়নে কাজ করে যাবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যার দিকে লাহোরে পিএমএল-এনের কেন্দ্রীয় অফিস থেকে বিজয় ভাষণ দেন তিনি। যদিও নির্বাচনের অনুষ্ঠানিক ফলাফলে তার দল এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বিজয় ভাষণ হিসেবে দাবি করা বক্তব্যে নওয়াজ শরিফ বলেছেন, শেহবাজ শরিফকে আজ দায়িত্ব দিয়েছি ফজলুর রহমান, খালিদ মকবুল সিদ্দিকী ও আসিফ আলি জারদারির সঙ্গে যোগাযোগ করার জন্য ভোটের পর পিএমএল-এন দেশের একক বৃহত্তম দল। দেশকে সংকট থেকে উত্তোরণের দায়িত্ব তার দলের। আমাদের একমাত্র এজেন্ডা সমৃদ্ধ পাকিস্তান।

তিনি বলেন, তার দল পিএমএলএন এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনে জয়ী হতে পারেনি। জোট সরকার গঠনে অপর দলগুলোকে তিনি আমন্ত্রণ জানাবেন। তিনি চান পাকিস্তানকে পাল্টে দিতে অপর দলগুলোর সম্প্রীতির আলোকে বসতে।

আল জাজিরার সবশেষ ফলাফল মতে, ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৫টি আসনের মধ্যে (২৬৬টি আসনের মধ্যে একটিতে ভোট স্থগিত করা হয়) এখন পর্যন্ত ২১৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৮৮টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। যার বেশিরভাগই পিটিআই সমর্থিত।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ৫১টি আসন। তরুণ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল জারদারি ভুট্টোর পাকিস্তান পিপল’স পার্টি নিশ্চিত করেছে ৫০টি আসন। আর অন্যান্য দল পেয়েছে ১৮টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত