বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নিরাপত্তা চাইতে শাহবাগ থানায় মুশতাক-তিশা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম

আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা এবার হাজির হয়েছেন রাজধানীর শাহবাগ থানায়। আজ শনিবার রাত ৯টা ১০ মিনিটের সময় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় আসেন আলোচিত এই দম্পতি।

খন্দকার মুশতাক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, আমরা বইমেলায় কেন যাব না? ইচ্ছে করে পরিকল্পিতভাবে কেউ এমন উস্কানি দিচ্ছে। যেখানে সকলে আমাদের সঙ্গে সেলফি নিচ্ছে, তখন হঠাৎ করে একটা চক্র এমন করছে। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বইমেলায় যেতে নিরাপত্তা চাইতেই শাহবাগ থানায় জিডি করব।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে বইমেলায় নিজেদের প্রকাশিত দুটি বইয়ের প্রচারণা করতে প্রকাশনা প্রতিষ্ঠান মিজান পাবলিশার্সে আসেন। এক পর্যায়ে বইমেলায় থাকা কম বয়সী ছেলেদের ক্ষোভের মুখে পড়েন মুশতাক-তিশা দম্পতি। ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেন তারা। এ সময় আনসার সদস্যদের নিরাপত্তা নিয়ে বইমেলা ত্যাগ করেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।

অসম বয়সের বিয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন এই দম্পতি। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত