রাজধানীর শাহবাগ থানার ভেতরে জব্দ করে রাখা গাড়িতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টার দিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডাম্পিং স্টেশনের পেছন সাইডে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।